দি গাংচিল ডেস্ক | ২৯ আগস্ট ২০২০
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার কিডনির অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। অবশ্য ফুসফুসের সংক্রমণের চিকিৎসা এখনও চলছে। তবে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন।
এ তথ্য জানা গেছে শনিবার দিল্লির সেনা হাসপাতাল সূত্রে। খবর আনন্দবাজার পত্রিকার।
এই শনিবার হাসপাতালের এক বুলেটিনে বলা হয়েছে যে, তাকে এখনও ভেন্টিলেটর সাপোর্টে রাখা আছে। প্রণবের হৃৎপিণ্ড, রক্তচাপ, পালস রেটও বেশ স্থিতিশীল রয়েছে। প্রনব মুখার্জির ভাইটাল প্যারামিটার্স রয়েছে স্থিতিশীল।
দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখার্জি প্রায় তিন সপ্তাহ ধরে। তিনি ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। অতঃপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ার ফলে তাকে ১০ আগস্ট ভর্তি করা হয় দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে। সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। অবশ্য অস্ত্রোপচারের আগেই পরীক্ষায় তার কভিড-১৯ এর সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |