সুরঞ্জন মজুমদার, কুড়িগ্রাম | ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর ছাড়াও আসবাবপত্র, ধান, পাট, নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত রোববার (৩০ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় , ওই গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় দেড় ঘন্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে আলতাফ হোসেনের ৫টি বাড়ি, রাশেদা বেওয়ার ১ টি ও জামের বেওয়ার ২টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |