সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যদ্রব্যের দাম কমানোর দাবিতে জাতীয় যুব জোট দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানুষ বাঁচাতে ওএমএস-ট্রাক সেল কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং সারা দেশে রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান যুব জোট নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, অজুহাত নয়, খাদ্যদ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। সরকার কোনোভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারে না। বাণিজ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস জোগাচ্ছে, মূল্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
নেতারা আরও বলেন, বাজার সিন্ডিকেট ধ্বংস করে বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। এ সময় তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
জাতীয় যুব জোটের সহসভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন— জাতীয় যুবজোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ও জাসদের গণমাধ্যম সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।