নির্ণয় চৌধুরী (ঠাকুরগাঁও প্রতিনিধি) | ২০ সেপ্টেম্বর ২০২০
ছবিঃ সংগৃহিত
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগি উপজেলার মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আশরাফ আলী বাটলা এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বালিয়াডাংগি উপজেলা ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দিয়েছেন।
এতে বজলুর রহমান কে সভাপতি এবং আব্দুর রাজ্জাক কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে ৩ জন দায়িত্ব পেয়েছেন, তারা হলেন নুর ইসলাম, জমসেদ আলী এবং তফিকুল ইসলাম।
যুগ্ম সম্পাদক পদে ৩ জন দায়িত্ব পেয়েছেন, তারা হলেন মোকলেছুর, শামসুল এবং বসিরউদ্দিন। সাংগঠনিক সম্পাদক করা হয় পজির উদ্দিনকে।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় হামিদুর রহমানকে। দপ্তর সম্পাদক হিসেবে এহসান। প্রচার সম্পাদক হিসেবে সোহরাব আলী।
এবং সড়ক সসম্পাদক হিসেবে দায়িত্ব পান মোক্তারুল।
দীর্ঘদিন ধরে বালিয়াডাংগি উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত কমিটি ছিলো। এতদিন পরে এই পূর্ণ কমিটি হবার কারণে শ্রমিক ইউনিয়ন অনেক গতিশীল হবে বলে শ্রমিকেরা আশা রাখেন। এই উপজেলা শ্রমিক ইউনিয়ন কমিটি নিজদের দায়িত্ব সুচারুভাবে পালন করার ইচ্ছা ব্যক্ত করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |