দি গাংচিল ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২০
বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় ভুগছে বিভিন্ন সমস্যায়। একসময়ের বেশ জনপ্রিয় দলটি নানাবিধ সমীকরণ মেলাতে গিয়ে এখন হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে অযাচিত সিদ্ধান্ত নিয়ে। বিএনপির মহাসচিব পদ নিয়ে এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে এবার।
কেউ কেউ বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুব দ্রুতই মহাসচিব পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অনুগত কাউকে এ পদে আনা হচ্ছে। আবার এমন গুঞ্জনকে অনেকে উড়িয়ে দিচ্ছেন ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে।
বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মহাসচিব পদে পরিবর্তনের এ গুঞ্জনের ডালপালা তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। নতুন মহাসচিব হিসেবে কে আসতে পারেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে বেশ কিছু নামও আলোচিত হচ্ছে। মির্জা ফখরুলও আলোচনা করেছেন তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে, তার পদে থাকা না থাকার বিষয়ে। মির্জা ফখরুলকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিতে চাইলে তিনি আগেভাগেই পদত্যাগ করবেন কি-না তা নিয়ে আলোচনা চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |