দি গাংচিল ডেস্ক | ১০ আগস্ট ২০২০
কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সিয়াম ও নাইম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১৩ ও ১৪ বছর। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। বাজিতপুর উপজেলার বালিয়ারদি ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে অরক্ষিত অবস্থায় ঝুলে থাকা পিডিবির বিদ্যুতের তারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ঐ এলাকার মোশারফ হোসেনের ছেলে, আর নাইম একই এলাকার হাবলু মিয়ার ছেলে বলে জানা যায়। এসময় তাদের সাথে থাকা জাহিদ(১৩) এবং সাব্বির(১৪) মারাত্মক আহত হলে তাদেরকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাহিদ একই এলাকার এনাম মিয়ার ছেলে এবং সাব্বির ফজলু মিয়ার ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বালিয়ারদি ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে চারটি শিশু খেলাধুলা করার সময় রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায়। তখন সেখানে ঝুলে থাকা পিডিবির বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে দুইজন মারা যায় এবং বাকী দুইজন আহত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |