দি গাংচিল ডেস্ক | ১৯ সেপ্টেম্বর ২০২০
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক আসা শুরু হয়েছে।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পেঁয়াজভর্তি ১ম ট্রাকটি প্রবেশ করেছে।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এর পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিফুর রহমান বাবু জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর এর আগে খোলা এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতের কর্তৃপক্ষ।
অনুমতির পর শনিবার থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ বন্দরে ঢুকতে শুরু করেছে। ওপারে ভারত এর মহদিপুর স্থলবন্দর এ প্রবেশ এর অপেক্ষায় ২ শতাধিক ট্রাক আটকে পড়েছে। তাছাড়া অনেকগুলো ট্রাক পথে রয়েছে বন্দরে আসার জন্য। পর্যায়ক্রমিকভাবে পেঁয়াজভর্তি সকল ট্রাকই বাংলাদেশে প্রবেশ করবে।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৭টি ট্রাকে করে ১৯৯ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে জানা যায়। ট্রাকে টানা কয়েক দিন পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নতুন করে কোনো আমদানি অর্ডার না নেয়ার কারণে ভারত থেকে পেয়াঁজ আমদানি বন্ধ হয়ে গিয়েছিলো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |