দি গাংচিল ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২০
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে শোকসভা
জয়পুরহাটে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির স্মরণে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এ স্মরণ সভা জেলার শিল্পকলা একাডেমীতে বৃহস্পতিবার ২৪ তারিখ সন্ধ্যায় সমিতির বাংলাদেশ-ভারত মৈত্রী উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এস এম সোলায়মান আলী (সভাপতি, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির জেলা শাখা) সভাপতিত্বে বক্তৃতা দিয়েছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, ভারত মৈত্রী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদারসহ অন্যরা।
উক্ত শোকসভায় বক্তাগন বলেছেন, “বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন। তিনি আকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে। তার এদেশের জনগণের প্রতি যে ভালোবাসা তা আজীবন স্মরণে রাখবে এদেশের মানুষ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |