দি গাংচিল ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২০
করোনার পরিসংখ্যানে জনগন
দৈনিক করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর যে পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন দিচ্ছে, তাতে সংক্রমণ কমে আসার একটি ধারণা মনে জাগলেও দৈনিক পরীক্ষার সংখ্যা কমে আসায় ঐ পরিসংখ্যান প্রকৃত চিত্র দিচ্ছে কি না বিশেষজ্ঞদের কারও কারও মধ্যে সেই সংশয় রয়েছে।
করোনাভাইরাস পরীক্ষা যারা নিজে থেকে করাতে যাচ্ছেন, সরকারি খাতায় কেবল তাদের তথ্যই আসছে। যাদের উপসর্গ সেভাবে নেই, তারা থেকে যাচ্ছেন হিসাবের বাইরেই। কোন এলাকায় জনসংখ্যার অনুপাতে দেশের কতটা ছড়িয়েছে করোনাভাইরাস, ঐ পরিসংখ্যান থেকে সেই বিশ্লেষণও জানা যাচ্ছে না।