সুরঞ্জন মজুুমদার, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম | ২১ আগস্ট ২০২০
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাড়ির পিছনে মাদক রাখতে নিষেঢ করায় মাদক ব্যাবসায়ীরা বাড়ির মালিককে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০শে আগষ্ট) বিকাল ৪টার সময় উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী নাওডোর নামক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকাল ৪টার সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিলের পুত্র মিঠু মিয়া(১৮), মৃত আব্দুল করিমের পুত্র আল আমিন (১৮) , মোঃ জবান আলীর পুত্র রাশিদুল ইসলাম (২৫) ও আলাউদ্দিনের পুত্র হাফিজুর রহমান(১৯) ভারত থেকে চোরাই পথে ২০ কেজি গাঁজা ও ৪ ব্যাগ ফেনসিডিল নিয়ে আসার সময় ভারতীয় বিএসএফ এর ধাওয়া খেয়ে ঐ মাদক দ্রব্য গুলি একই গ্রামের সাইফুর রহমানের পুত্র ফরিদ মিয়া(২৬) এর নিষেধ সত্ত্বেও বাড়ির পিছনে লুকিয়ে রাখে।
বিএসএফ চলে গেলে মাদক ব্যবসায়ীরা মাদক গুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং বিকাল ৪ টায় মাদক দ্রব্য রাখতে নিষেধ করার জেরে ফরিদকে পিটিইয়ে জখম করে। পরে আহত ফরিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । ফরিদ মিয়া ঐ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল ভুরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান,” অভিযোগ পেয়েছি। আজ শুক্রবার ঘটনা তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |