কমলেশ সরকার | ১২ সেপ্টেম্বর ২০২০
প্রতি বছর অনেক দৃষ্টি প্রতিবন্ধীর কাছে পৌঁছে যাবে মেসির উপহার ।ওরক্যাম টেকনোলজির “মাই আই” ডিভাইস এবং অনেকের সাথে দেখাও করবেন মেসি ।সৃষ্টি হবে নতুন হার না মানা গল্প।
এই “মাই আই” ডিভাইস কিভাবে কাজ করবে তা উপলব্ধি করে মন ছুয়ে গেছে মেসির।
দুরারোগ্য ব্যাধিতে দৃষ্টি হারানো ১০ বছর বয়সী ইংল্যান্ডের মিকি পলের গল্পটা ইতিমধ্যেই সাড়া ফেলেছে, মিকি পল ফুটবল খেলা হৃদয়ে লালন করে আর্সেনালের অন্ধ ভক্ত হলেও তার দৃষ্টিহীনতা বড় প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতা দুর করেছে মেসির উদ্যোগ ।ওরক্যাম টেকনোলজির মাই আই ডিভাইস চশমায় লাগিয়ে মিকি পল এখন অনেকটা স্বপ্ন পূরনের পথে।
এখনও মেসির সাথে দেখা হয়নি মিকির ।তবে এরই মধ্যে ওরক্যামের ড্রিমটিমে এবং পেয়ে গেছে ১০ নম্বর জার্সি। এবং খুব তাড়াতাড়ি দেখা পাবে স্বপ্ন পথের সারথি লিওনেল মেসির এবং খুঁজে পাবে জীবনের নতুন মানে। তবেই স্বার্থকতা পাবে মেসির এই উদ্যোগ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |