সুরঞ্জন মজুমদার, কুড়িগ্রাম | ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মানসিক ভারসাম্যহীন একজন ভারতীয় নাগরিককে আটক করে “বর্ডার সিকিউরিটি ফোর্স” (বিএসএফ) এর কাছে হস্তান্তর করা হয়েছে ।
ছেলেটির সাথে থাকা পরিচয়পত্র মোতাবেক জানা যায় সে ভারতের উড়িশ্যা প্রদেশের কালাহান্দি জেলার জয়াপাটনা থানার মহাবীরপদা গ্রামের সান্দিয়া নায়েকের ছেলে বরুণ নায়েক।
জিজ্ঞাসাবাদকালে সে আরো জানায় তার মা আশামতি, ভাই ময়নাল নায়েক, চক্র নায়েক এবং কাকা বয়সিং নায়েক।
গত ২৮ আগষ্ট রাত সাড়ে আটটায় নাগেশ্বরী উপজেলার বেরুবারী ইউনিয়নের খেলারভিটা নতুনচর গ্রামে অপরিচিত সন্দেহভাজন এক ব্যক্তির ঘোরাঘুরি করলে স্থানীয় জনগন ৯৯৯ মারফত নাগেশ্বরী থানা পুলিশকে জানায়। পুলিশের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মাধ্যমে তাকে ভারতীয় “বর্ডার সিকিউরিটি ফোর্স” (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |