| ১৫ আগস্ট ২০২০
রক্তিম রোমন্থন
অসীম রায়
এই যে সাতসকালে উড়ে গেলো সাদাসাদা বক,
এই যে গতকালের মেঘ-মলিনতা মুছে
অমন শুভ্র-সুন্দর আকাশ; বুকে লয়ে পাখির নীড়!
হাওয়ায় দোল খাওয়া সবুজ সবুজ প্রাণের পসরা।
জেগে উঠছে আজন্ম প্রিয় জনপদ ধীরে ধীরে,
কাঁসরঘণ্টা আর উলুধ্বনির মঙ্গলবারতায়
তুলসীতলায় নিয়তি সঁপে দিচ্ছে শাশ্বতা রমনী!
আমার তবুও ঘোমট গোঙ্গানি কিনারা পায় না!
ঠিক কান্না নয়, নয় বেদনার রেখাপাতের মত কিছু,
কোন বিমূর্ত দেনা-পাওনার আপসোসও নয়,
বিষন্নতার দেয়ালে মাথা ঠুকাঠুকিও নয় ঠিক!
একঝাঁক নির্লজ্জ বেহায়া বেশরম আচানক-নষ্ট
মস্তকশূণ্য বিশ্বাসঘাতক নপুংসকের কান্ড-চিত্র
নিজেকে এতোটা বিধ্বংশী করে তুলছে যে,
সেইসব বিশ্বাসঘাতক মীরজাফর-পুত্রের দঙ্গল,
সেইসব দঙ্গল-নির্মাতা কুচক্রী কুলাঙ্গারের পাল,
সেইসব মিছিল প্রদায়ী প্রেতাত্মা ক্রীতদাস আর
পিতার সেইসব নিস্পৃহ ভন্ড সন্তান-সন্ততিরে
সমুদ্র-গভীরে পুঁতে রেখে পিতার রক্তের ঋণ,
মাতার কাঁকনের প্রেম, ভ্রাতা-ভগিনীর কোমল
আবদার আর নিষ্পাপ শিশুটির জলের তৃষ্ণার
শেষ-ইচ্ছা মিটিয়ে, জননী জন্মভূমির সঞ্চিত
পাপের পাহাড় শকুনের গলায় ঝুলিয়ে লালে সবুজ
হয়ে সমুদ্র ফুঁড়ে জাগতে ইচ্ছে করে ভয়াবহরকম!
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |