দি গাংচিল ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২০
বৃহস্পতিবার শেষ হয়েছে করোনাভাইরাস মহামারির মধ্যে বসা একাদশ সংসদের নবম অধিবেশন। সেদিন দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঐ অধিবেশনের সমাপ্তি টেনেছিলেন রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে। ৬টি আইন পাস হয়েছে গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ কার্যদিবসের এ সংক্ষিপ্ত অধিবেশনে।
আগের দুটি অধিবেশনের মতোই যা মহামারিকালের আগে সংগঠিত হয়েছিলো, সংসদ সদস্যরা এ অধিবেশন কার্যক্রমে অংশ নেন সামাজিক দূরত্ব বজায় রেখে, গ্লাভস ও মাস্ক পরে। কর্মরত কর্মচারীরাও গ্লাভস মাস্ক, মাথা ঢেকে অধিবেশন কক্ষে দায়িত্ব পালন করেছেন। সেখানে গণমাধ্যমকর্মীদের অধিবেশন কক্ষে প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা।
বিল পাস হয়েছে মোট ছয়টি এ অধিবেশনে। এগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০ এবং বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০।
প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৭১ বিধিতে পাওয়া ৩৮টি নোটিশের মধ্যে ছিল ২৭টি। তার মধ্যে তিনি উত্তর দেন সাতটি প্রশ্নের। এ অধিবেশনে অন্য মন্ত্রীদের জন্য মোট প্রশ্ন আসে ৬৬১টি, যার মধ্যে তারা উত্তর দিয়েছেন ১৮২টির।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |