| ৩০ জুন ২০২০
রক্তাক্ত বাংলা
========
যাদের রক্তে স্বাধীন এদেশ
হৃদয়ে গেথেছে মালা,
তাদের কখনও ভুলবে না
এ রক্তাক্ত বাংলা।
হৃদয়ে বুনেছি স্বাধীনতার ফুলের চারা
আর পাশে অতন্দ্র প্রহরীর মত
বসে আছে বাঙালিরা।
আগুনের শিখা করেছি জয়,
আমরা সবাই অভয়।
জেগে আছে জেগে থাকবে
এ রক্তাক্ত বাংলা।
সুদীপ্ত চেতনা,
মুক্ত বিহঙ্গ,
বিপ্লব আসন্ন।
ভোরের সূর্য
পাখির গান,
তোমরা মোদের স্মৃতিতে অম্লান।
——————————
আমার ঠিকানা
========
আমার ঠিকানা
পল্লীর আঁকা বাঁকা রাস্তার বাঁকে,
সোনালী ফসল, কৃষানের আনন্দ
শ্রমিকের রক্তজবা চোখ আর কৃষকের কুঁড়ে ঘরে।
আমার ঠিকানা
অরণ্যের মাঝ দিয়ে হেঁটে চলা রাস্তার সীমান্তে,
চৈত্রের শেষে প্রচন্ড তাপে কণকচাঁপা ফুলের সাথে
বৈশাখের দ্বার প্রান্তে।
আমার ঠিকানা
শ্লোগান মূখর কৃষক, শ্রমিকের সাথে রাজপথে,
বিপ্লবের সূচনা নিয়ে, বজ্রমুষ্ঠি
একটি হাত আর একটি হাতে।
আমার ঠিকানা
সূতীক্ষè মেধায়, প্রবল জোয়ারের মত প্রগতির চিন্তা শক্তিতে,
রাস্তার অসহায় মানুষ, কৃষক শ্রমিক আর
কর্মচঞ্চল মানুষের অর্থনৈতিক মুক্তিতে।।
—————————————–
তোমাকে মনে পড়ে
=========
তোমাকে মনে পড়ে
আগুনঝরা কৃষ্ণচূড়ার মাঝে,
রজনীগন্ধার স্নিগ্ধ সুবাসে,
ঝিরি ঝিরি বাতাসে কদম ফুলে মিশে।
তোমাকে মনে পড়ে
হৃদয়ের আঙ্গিনায় কাঁশফুলের পাশে
শিশিরের কান্নাভেজা নিস্তব্ধ সকালে।
তোমাকে মনে পড়ে
এলো চুলে, নীল চোখে, লাল ঠোঁটে
তাঁতের শাড়ী পরে দাঁড়িয়ে।
তোমাকে মনে পড়ে
অনিরুদ্ধ কান্নায়, কাঁচের অবয়বে,
মৃদু হাঁসির কোমল ছোঁয়ায়।
তোমাকে মনে পড়ে
সমুদ্রের ঢেউয়ের মত প্রচন্ড কষাঘাতে,
অসংখ্য তাঁরার মেলায় জ্যোৎস্না রাতে।
———————————–
বর্ষা তুমি
====
বর্ষা তুমি
আসবে বলে আনন্দে ছুটোছুটি
বৃষ্টির জলে ভিজে মাটিতে লুটোপুটি।
বর্ষা তুমি
আসবে বলে সারারাত জেগে থাকা
মধুমাসে মিষ্টি সুবাশে কাঁঠাল পাকা।
বর্ষা তুমি
আসবে বলে কদম গাছ সেজেছে
ছোট্ট ছেলে – মেয়েরা আনন্দে মেতেছে।
বর্ষা তুমি
আসবে বলে নদীর দুকুল কাঁদছে।
ছিন্নমূল মানুষের মাঝে দুঃখের বাঁশি বাজছে।।
—————————————-
শরতের ছোঁয়া
=======
শরতের মেঘের ভেলা
নরম ছোঁয়া কাঁশবন,
নদীর জল ছলছল
দূর আকাশে হারায় মন।
হাট ফেরা অনেক লোক
নৌকা বেঁয়ে নদী পাড় হয়,
নদীর জল দুকুল ভরা
নির্জনতায় একাকী বয়।
সে দৃশ্য মুগ্ধ করেছে
ধান গাছের মৃদু দোলা,
আনন্দে আত্মহারা হয়ে
গ্রামীণ মেয়ের মেঠোপথ হেঁটে চলা।
—————————–
মোঃ সরওয়ার হক চৌধুরী
সাংবাদিক ও সাহিত্যিক
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |