দি গাংচিল ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২০
সিলেট এমসি কলেজে গৃহবধূ ও খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ এর ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
এক বার্তার মাধ্যমে তিনি জানান, গণমাধ্যম এ প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে গত শুক্রবার সেই গৃহবধূ তার স্বামীর সাথে এমসি কলেজ এ ঘুরতে এলে প্রায় ৬-৭ জন যুবক তাকে জোরপূর্বক কলেজ ছাত্রাবাস এলাকায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। বধূটির স্বামী প্রতিবাদ জানালে তাকে মারধর করে আটকে রাখা হয়।এ ঘটনায় কোন আসামিকেই এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এই ঘটনাটি ভীষন দুঃখজনক এবং উদ্বেগের।
অপরদিকে খাগড়াছড়িতে ধর্ষণ এর শিকার তরুণীর মায়ের বরাতে সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বুধবার রাতে ৯ জন ডাকাত ঘরে ঢুকে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে অস্ত্রের মুখে ধর্ষণ করে ও ঘরের জিনিসপত্র এবং গহনা লুটপাট করে। এই ঘটনার সাথে জড়িতদের থেকে ৭ জন আসামি ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
এসকল ঘটনায় ব্যাপারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, বারবার একের পর এক ধর্ষণ এর ঘটনা অত্যন্ত ঘৃণ্য , জঘন্যতম এবং উদ্বেগ এর কারণ। আর এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারী এবং শিশুদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা অনিবার্য। এই বিষয়টির দিকে সরকারের আরও অধিক কঠোর হতে হবে। ধর্ষক সে যেই হোক না কেন, তাকে আইন এর আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
বিচারহীনতার কারণে দিনদিন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেকারণে দেশের মানবাধিকার কর্মীরা ভীষন উদ্বিগ্ন। এমন অবস্থা চলতে থাকলে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিই ঘটতে থাকবে। সিলেট এর ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও খাগড়াছড়ির ঘটনায় গ্রেফতারকৃত আসামিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসন এর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর এই মহাসচিব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |