শাহানাজ শিমুল (সিরাজগঞ্জ প্রতিনিধি) | ১৩ সেপ্টেম্বর ২০২০
ছবিঃ সংগৃহিত
অবিলম্বে সকল বন্ধ পাটকল চালু ও শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে রবিবার সকালে শহরের এস এস রোডে পাটকল ও পাটচাষী রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মানব বন্ধন পালন করা হয়।
সিপিবি সভাপতি কমরেড ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনছার আলী দুলাল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড সুলতান আহমদ, পাটকল সংগ্রাম কমিটির আহবায়ক কমরেড শহিদুল ইসলাম, জাতির মুক্তি কাউন্সিল এর সদস্য কমরেড বরকত উল্লাহ, জাতীয় গণফ্রন্টের নেতা ডাঃ আব্দুল হালিম, বাসদ নেতা কমরেড নবকুমার কর্মকার, মাহবুব, কমরেড সোহরাওয়ার্দী খান, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আব্দুর রাজ্জাক প্রমুখ।
মানব বন্ধনে বক্তাগন অবিলম্বে বন্ধ পাটকল চালু করে ৪ কোটি মানুষের জীবন জীবিকা রক্ষার দাবি তুলে ধরেন। এরপর আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকলকে অবস্থান কর্মসূচিসহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহবান জানানো হয়
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |