শাহানাজ শিমুল (সিরাজগঞ্জ প্রতিনিধি) | ১০ সেপ্টেম্বর ২০২০
বঙ্গবন্ধুর জন্ম শত বর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) সিরাজগঞ্জ প্রদেশের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান ২০২০ বৃহঃবার বিকেলে শহরের স্টেডিয়াম রোডস্থ এলাকায় পালিত হয়েছে।
করোনা সংক্রমণ রোধকল্পে সীমিত পরিসরে উপ সংসদ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযান সফল করেন বিএনসিপি সিরাজগঞ্জের অভিভাবক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর সাধারণ সম্পাদক ফুলাদ হায়দার খান।
এছাড়া উপস্থিত ছিলেন দূর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি খন্দকার রফি আহমেদ, বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের উপ সহ মুখ্যমন্ত্রী আব্দুর রহিম খোকন, শিশু সংসদের মোঃ রিফাত খান, মেহেদী হাসান প্রমুখ। প্রধান অতিথি বলেন, ফলদ বৃক্ষ বৃদ্ধ বয়সে সন্তানের ন্যায় আর্থিক সহায়তা করে থাকে। শিশুদের মাঝে এ অভ্যাস গড়ে তুলতে হবে।
বিএনসিপি সদস্যরা বলেন আমরা সকল সময় মানবিক কাজ করে এসেছি। এরই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষ রোপন অভিযান। বৃকক্ষ রোপন অভিযানে ফলদ ঔষধি বৃক্ষ রোপন সহ পথ শিশুদের মাঝে বৃক্ষ তুলে দেয়া হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |