দি গাংচিল ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০২০
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে মো. ইউছুফ (৩২) নামে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে মো. ইউছুফ। তিনি পেশায় কৃষক ছিলেন ।
গতকাল (সোমবার) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ফুলতলী-জারুলিয়াছড়ির নোম্যান্সল্যান্ডের ৪৭ নং পিলার এলাকা থেকে ইউসুফকে ধরে নিয়ে যায় বিজিপি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানান, সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন ইউসুফ।সে সময় মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ইউসুফকে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা চলছে।