দি গাংচিল ডেস্ক | ২৯ আগস্ট ২০২০
পাঁচ মাসের অধিক সময় বন্ধ থাকার পর আবার খুলছে সাজেক।কোভিড-১৯ মহামারীর মধ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাসালং পর্বতমালার পাহাড়ের মাঝে অবস্থিত পর্যটন স্পট সাজেক ভ্যালি ১ লা সেপ্টেম্বর থেকে পুনরায় খুলতে চলেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবিব জিতু বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য গাইডলাইন ও সুরক্ষা বিধি মেনে পর্যটকদের এই জায়গায় ভরমন করার অনুমতি দেওয়া হচ্ছে।
সাজেক কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রিসর্টের মালিক্দের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে কঠোরভাবে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে রিসর্টগুলি পরিচালনা করা হবে।
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষন সাজেক ভ্যালি। প্রতদিন হাজারের অধিক পর্যটক সাজেক ভ্রমন করে। গত তিন চার বছরে সেখানে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় রিসোর্ট। স্থানীয় আদিবাসিদের সাথে মিলে বাঙ্গালীরাও পরিচালনা করছে অনেক রিসোর্ট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |