দি গাংচিল ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২০
ইয়েমেনের হামলা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ড্রোনের মাধ্যমে সৌদি আরবের আবহা বিমানবন্দরের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।
সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা চালানো হয়। এ তথ্য স্থানীয় সময় বৃহস্পতিবারে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি (ব্রিগেডিয়ার জেনারেল)। খবর পার্সটুডের।
তিনি জানালেন, ‘ ওই হামলা চালানো হয়ইয়েমেনের নিজস্ব প্রযুক্তি তৈরি সামাদ-৩ ড্রোন দিয়ে। আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন এসে আঘাত হানে।’
জেনারেল সারিয়ি আরো বললেন, ‘ইয়েমেনি ড্রোনগুলো নিখুঁতভাবে আঘাত হেনেছে আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে। এই হামলা সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাব দিতে চালানো হয়েছে।’
সারিয়ি জানালেন, ‘ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি ভূখণ্ডে এ ধরনের পাল্টা হামলা চালাবে যতক্ষণ পর্যন্ত সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রাখবে।’
গত সেপ্টেম্বরের ৯ তারিখে এর আগেও ঐ একই বিমানবন্দরের স্পর্শকাতর অবস্থানে সামাদ-৩ ড্রোন দিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী হামলা চালিয়েছিল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |