দি গাংচিল ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২০
রাজধানী ঢাকার গুলশান এলাকার অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন পুরুষ এবং ১৬ জন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতের বেলায় গুলশান-২ এলাকায় ১০৫ নং রোড এর এক বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগ এর উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন, এ স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে নানান বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন শােষণ এবং নিপীড়নমূলক কাজ চালাচ্ছিলো।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে এই স্পা সেন্টারটিতে অভিযান চালিয়েছে পুলিশ।এই অভিযানে স্পার এর নামে এ সেন্টারটিতে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। সেখান থেকে ১২ জন নারী এবং ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরােধ এবং দমন আইন এ মামলা করেছেন গুলশান থানার এসআই মাে. ওলিয়ার রহমান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |