করোনা পরিস্থিতির মধ্যে আগামী ১৭ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে বান্দরবানের সরকারি-বেসরকারি সব পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল খুলে দেওয়া হচ্ছে। রোববার এ–সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গত মার্চের মাঝামাঝি সময় থেকে মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে বান্দরবান জেলার সকল পর্যটনকেন্দ্র ও আবাসিক হোটেল-মোটেল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় থেকে প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে সেখানকার পর্যটন শিল্প।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, জেলায় করোনাভাইরাস এর প্রকোপ আগের চেয়ে কিছুটা কমে এসেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে চিটাগং, কক্সবাজার, রাঙামাটিসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবস্থিত পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসব বিষয় চিন্তা করে বান্দরবানেও আগামী ১৭ আগস্ট থেকে পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল খুলে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগাম প্রস্তুতির জন্য ‘করোনাও থাকবে, পর্যটনও চলবে’, এ রকম অভিযোজনমূলক নির্দেশনা দেওয়া হতে পারে আগামীকালের ঘোষণায়।