গাংচিল ডেস্ক | ২০ আগস্ট ২০২০
দেশে চলমান করোনভাইরাস পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রেলওয়ে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে স্বাস্থ্য নির্দেশিকা এবং শারীরিক দূরত্ব বজায় রেখে আরও ছত্রিশটি ট্রেন পরিচালনা করতে যাচ্ছে।
আজ বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক এম খায়রুল কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশের পরে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই রেল পরিষেবাগুলি হলো চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা ও উদ্যান, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগারো সিন্ধুর প্রভাতি, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে যমুনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগারো সিন্ধুর গোধুলি,চট্টগ্রাম -ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস , চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেস , শান্তাহার-বুড়িমারী-শান্তাহার রুটে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহীতে রেশম শহর এক্সপ্রেস, খুলনা-রাজশাহীতে সাগরদারী এক্সপ্রেস ,খুলনা- শান্তাহার-দিনাজপুর-শান্তাহারে দোলনচাপা এক্সপ্রেস, ধলরচর-রাজশাহী-দালারচরে দালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রামে চট্টগ্রাম মেল,ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার -ঢাকা রুটে দেওয়ানগঞ্জ যাত্রী , ঢাকা, শান্তাহার-লালমনিরহাট-শান্তাহারে বগুড়া যাত্রী, খুলনা-পার্বোতিপুর-খুলনা রুটে চিলাহাটি এক্সপ্রেস, পার্বোতিপুর-চিলাহাটি-্রুপার্বোতিপুর রুটে রকেট এক্সপ্রেস ।
করোনভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ২৪ শে মার্চ যাত্রীবাহী রেলপথ পরিষেবা স্থগিত করার পরে প্রথম আট জোড়া বা ষোলটি ট্রেনের চলাচল ৩১ মে থেকে শুরু হয়েছিল।
রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে দ্বিতীয়বারের মতো আরও ২২ টি ট্রেন চলাচল শুরু করেছিল। চারটি ট্রেন চলাচল আবার স্থগিত করা হয়েছে। এদিকে, মোট চব্বিশটি ট্রেন পরিষেবা পহেলা আগস্ট পুনরায় চালু করা হয়েছে।
আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলিতে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ট্রেনগুলির মোট আসন ক্ষমতার মাত্র ৫০শতাংশ টিকিট বিক্রি হবে ।
আন্তঃনগর ট্রেনের সমস্ত স্থায়ী টিকিটের বিক্রি বন্ধ থাকবে। রেলপথ মোট ৩৫৫কার্গো এবং যাত্রীবাহী ট্রেন পরিচালনা করছে – যেখানে ১০০ টি আন্তঃনগর ট্রেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |