দি গাংচিল ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২০
মাগুরায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়ক এর মঘীরঢাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর মর্গে রাখা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশ এর পরিদর্শক শাহজালাল বাবু জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়ক এর মঘীরঢালে ২টি যাত্রীবাহী বাস এবং ১ টি মাইক্রোবাস এর ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটেছে। মাগুরা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন এর ১টি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা যাত্রীবাহী সোহাগ পরিবহনকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ২টি বাসই রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এই সময় অপর ১টি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যেই উল্টে পড়ে।
এ ঘটনায় ঘটনাস্থলেই চাকলাদার পরিবহন এর ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম শেষে এ ঘটনার বিস্তারিত খবর জানানো হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |