দি গাংচিল ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২০
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুত থেকে ৪১২ জন বাংলাদেশি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারি বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
এ বিষয়টি নিশ্চিত করেছে বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের সহযোগিতায় বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরার পথ কোভিড-১৯ মহামারির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় বন্ধ ছিল। অবশেষে বৈরুতের বাংলাদেশ সরকার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে। এরই অংশ হিসেবে ৪১২ জন বাংলাদেশি গতকাল দেশে ফেরেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |