সাবিকুন্নাহার কাঁকন | ০৮ সেপ্টেম্বর ২০২০
কুয়াকাটা নৌ-পুলিশ পটুয়াখালী জেলার পায়রা বন্দর ও রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫০ হাজার মিটার বেড় জাল আটক করেছে ।
গতকাল (সোমবার) রাতব্যাপী অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকেই এসব জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ।অতঃপর আজ (মঙ্গলবার) সকাল ১০টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের এসব জাল পোড়ানো হয়।
এসব জাল পোড়ানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছেন, রাবনাবাদ এবং আরো অন্যান্য নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান চলমান থাকবে ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |